choti boi

kali

kali 2

Thursday, June 15, 2017

নায়িকা নিপুন: ভাইয়ের সাথে পার্টি 2

ওরা গুলশানের হোটেলে এসে পৌছালো রাত ১০ টায়। হোটেলে ঢুকতেই শাহ আলম এসে ওদের স্বাগত জানালো। নিপুন সবার সাথে ওর ভাই নিশানের পরিচয় করিয়ে দিলো। নিশান সবার সাথে হাত মেলালো।
কথাবার্তা, গল্পগুজবের পর কেক কাটা হলো, সবাই খুব খুশী। মিউজিক বাজছে, নাচ-গান হচ্ছে, খাওয়াদাওয়া হচ্ছে। নিশান চুপচাপ কোক খাচ্ছে, আর সবার নাচ দেখছে। ভালোই লাগছে ওর। আর নিপুন ওর ৩ বন্ধু শাহ আলম, রকি আর সজীবের সাথে ডান্স করছে।
আলমঃ নিপুন কি করলে এটা? খুব তো ওয়াদা করেছিলে, এখন ভাইকে সাথে এনে সব মজা নষ্ট করে দিলে।
নিপুনঃ কি করবো বলো? মা ওকে ছাড়া আমাকে ছাড়তেই চাইছিলো না। তো মা কে আরেকদিন সময় দেবো।প্লীজ রাগ করো না।
সজিবঃ না, যা হওয়ার আজকেই হবে। আর আমরাও থাকবো তোদের সাথে।
নিপুনঃ তোমরাও থেকো সমস্যা নেই। কিন্তু আজ না প্লীজ। আমার বেচারা ভাইটা এসেছে…
রকিঃ সমস্যা কি? ও এখানে থাক, পার্টি এনজয় করুক। আমরা ভেতরের রুমে গিয়ে যা করার করবো।
নিপুনঃ সর্বনাশ! ও সব বুঝে ফেলবে…
সজিবঃ আরে কিচ্ছু বুঝবে না।
আলমঃ আর বেশি সময়ও লাগবে না। কিছুক্ষণ পর পর এসে ওকে একটু কম্পানি দিয়ে যাবো।
রকিঃ (এক বোতল হুইস্কি এনে) আগে সবাই একটু গলায় ঢেলে নাও ফ্রেন্ডস, মজা বাড়বে…
এই বলে রকি বোতলটা নিপুনের মুখে চেপে ধরে জোর করে খানিকটা হুইস্কি খাইয়ে দিলো। নিপুন অনিচ্ছা সত্ত্বেও হুইস্কি খেলো, আর মাথা ঝিম ঝিম করতে লাগলো। আর ৩ বন্ধু সমানে হুইস্কি গিলতে থাকলো।
নিশান দূর থেকে দেখছে, ওর আদরের বড়বোন কতগুলো ছেলে বন্ধুর সাথে নাচছে, পাগলের মত হাসছে। নিশানের মন একটু খারাপ হয়ে গেলো। ও চুপচাপ মোবাইলে গেমস খেলতে লাগলো। কিছুক্ষণ পর নিপুন ওর কাছে এসে বললো…
নিপুনঃ নিশান, আমি একটু ওপরে যাচ্ছি ওদের সাথে আড্ডা দিতে। ঘন্টা দুয়েক ওখানেই থাকবো। তুই পার্টি এনজয় কর। দরকার হলে ফোন দিস। ঠিক আছে ভাইয়া?
নিশানঃ ঠিক আছে আপু।
নিপুনঃ আমার লক্ষী ভাই।
নিপুন নিশানের মা থায় আদর করে হাত বুলিয়ে আলমদের সাথে উপরের দিকে চলে গেলো। নিশান শুধু চেয়ে রইলো।

No comments:

Post a Comment